আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থেকে স্টুডেন্ট অ্যালায়েন্স শ্রীমঙ্গল এর ব্যানারে মিছিলটি বের হয়ে চৌমুহনা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি বলে স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম, স্টুডেন্টস অ্যালায়েন্স এর উপদেষ্টা ফারহানা নাজনীন মিশি, এক্সিকিউটিভ মেম্বার ইসরাত জাহান ইপা, মোঃ ইমরান আহমেদ, শেখ আহমদ নাঈম সাকিব, মকবুল হোসেন, মুক্তাদির হোসেন, দেলোয়ার হোসেন, শেখ রুহিন আহমেদ, আহমেদ আল হামিম, মোশাররফ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানান। মিছিলকারীরা ইসকনকে নিষিদ্ধ করার দাবিও তার দোসরদের আইনের আওতায় আনার জোর দাবিও জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :