কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে শ্রমিকদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সভা ডাকায় উত্তেজনা বিরাজ করায় উপজেলা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার কোথাও সভা সমাবেশ করা যাবে না। এমনকি একই স্থানে পাঁচজনের অধিক ব্যক্তি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, ‘এসো মিলি সকলে মিলে, দুঃখ বিবাদ বিভেদ ভুলে, আনন্দের এই মিছিলে’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :