AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হত্যার ২৯ বছর পর কালীগঞ্জে ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী আটক


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৩:৩২ পিএম, ২৮ নভেম্বর, ২০২৪
হত্যার ২৯ বছর পর কালীগঞ্জে ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী আটক

কালীগঞ্জে হত্যা মামলার ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী ফালানকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পৌর সভার মুনশুরপুর গ্রামের টেকপাড়া এলাকা থেকে আটক করে কালীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়। উপজেলার জামালপুর এলাকার ন্যাশনাল জুট মিলের শ্রমিক নেতা বিল্লাল ওরফে বিলু (৪৫) কে ১৯৯৫ সনে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর বাজারে হত্যা করে ফালান। আসামী ফালান উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের মৃত তালেব আলীর পূত্র।  

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর বাজারে হত্যার শিকার হয় বিল্লাল হোসেন। পরে নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৭ সালে ১৩ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রায় ঘোষণার প্রায় ৬ বছর ধরে পলাতক ছিলেন আসামী ফালান। ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর লাউ চুরির ঘটনার জেরে বিলুকে ঈশ্বরপুর বাজারে ডেকে নেয় ফালান। তর্কাতর্কির এক পর্যায়ে বিল্লালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, ২০১৮ সালের ২৩ এপ্রিল আলোচিত এ হত্যা মামলায় ফাঁসির আদেশ দিয়ে রায় ঘোষণা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভ‚ইয়া। ২৭ নভেম্বর বুধবার বিকেলে তাকে পৌর সভার মুনশুরপুর গ্রামের টেকপাড়া এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!