নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহ্যবাহী খিলপাড়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা বিল্লাল হোসাইন (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মাওলানা বিল্লাল হোসাইন ছিলেন পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
মরহুমের বড় ছেলে ফাহিম ও স্বজনর জানান, দীর্ঘদিন ধরেই মাওলানা বিল্লাল হোসাইন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গতকাল দিবাগত রাত ১২ টা থেকেই তা্ঁর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে আজ সকালে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। সকাল সাড়ে ১০টায় ঢাকায় নেওয়ার পথে মারা যান মাওলানা বিল্লাল হোসাইন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের বড় ছেলে ফাহিম জানান, আজ মাগরিবের নামাজের পর খিলপাড়া-কান্দাপাড়া জামে মসজিদ মাঠে বাবার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
উল্লেখ্য, মাওলানা বিল্লাল হোসাইনের ছাত্র ও স্থানীয়রা জানান, তিনি শিক্ষকতার পাশাপাশি মসজিদ-মাদ্রাসার খেদমত করে গেছেন যুগের পর যুগ। এলাকার মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। এছাড়া তিনি একজন সরকারি কাজী হিসেবে হাজারো পড়িয়েছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন, ছাত্র, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :