AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুইশত টাকার জন্য গৃহবধূ খুন, স্বামী আটক


দুইশত টাকার জন্য গৃহবধূ খুন, স্বামী আটক

জামারপুরের বকশীগঞ্জ উপজেলায় বাট্টাজোড় ইউনিয়নে দুই শত টাকার জন্য রহিমা বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছে। পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার পৃর্বক তার স্বামী ইলিয়াছ আলীকে আটক করেছে ২৭ নভেম্বর বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড় গ্রামের ইজিবাইক চালক ইলিয়াছ আলী (৪০) একজন মুদির দোকানদার। ইলিয়াছের অনুপস্থিতিতে বাড়ীতেই অবস্থিত ওই দোকান পরিচালনা করে থাকেন তার স্ত্রী রহিমা বেগম (৩০)। ২৭ নভেম্বর বুধবার সকালে দোকানের মালামাল বিক্রির ক্যাশ টাকার হিসেবে দুইশত টাকার গড়মিল হয়। এই নিয়ে ইলিয়াছ আলী তার স্ত্রী রহিমা বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইলিয়াছ আলী উত্তেজিত হয়ে তার স্ত্রীকে অতর্কিত কিলঘুষি মারতে থাকে। কিলঘুষির আঘাতে রহিমা বেগম গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। 

এই ঘটনার পর গৃহবধু রহিমা কে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে রহিমা বেগমকে মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং নিহত রহিমার স্বামী ইলিয়াছ আলীকে আটক করেছেন।

এব্যাপারে বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার কামাল হোসেন জানান, আটক ইলিয়াছ আলীকে জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!