গোপালগঞ্জের মুকসুদপুরে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ ।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটক সালাহউদ্দিন মিয়া মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ।
বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সকালে এ সভায় যোগ দেন ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন মিয়া । উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মিটিং শেষ করে ইউপি চেয়ারম্যান নিচে নামে আসলে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা কামালের কাছে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়ার আটকের বিষয়ে জানতে চাইলে তিনি আটকের সত্যতা স্বীকার করেন। তবে কি মামলায় তাকে আটক করা হয়েছে, এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।
উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে সালাহউদ্দিন মিয়া মহারাজপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফ আলী আশু মিয়ার বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :