পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের ফারুক খানের বাড়ি এবং রাত ৩টার দিকে একই ইউনিয়নের রামলক্ষণ গ্রামের দেলোয়ার হোসেন সরদার বাড়ির তাছলিমা মঞ্জিলে এ ডাকাতির ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, ঘরের জানালার গ্রীল কেটে প্রথমে ফারুক খানের ঘরের ভেতরে ডাকাত দলের একজন সদস্য প্রবেশ করে । এরপর বাহিরে থাকা বাকি ১৫/১৬ জনের একটি ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে। অস্ত্রেরমুখে বাড়িতে থাকা কেয়ারটেকার মোতালেব হাওলাদারকে জিম্মি করে ট্রাংকে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্ত্রীর পরনে থাকা স্বর্ণের দুইটি রুলি, দুইটি কানের রিং, দুইটি তাঁরা ও একটি রূপার চেইন লুট করে নিয়ে যায়। এবং ডাকাত দল যাওয়ার সময় তাদেরকে একটি ঘরের ভিতরে আটকে রেখে যায়।
এরপর ওই ডাকাত দল রাত ৩টার দিকে রামলক্ষণ গ্রামের সরদার বাড়িতে একইভাবে গ্রীল কেটে ঘরে প্রবেশ করে গৃহকর্মী ফজিলাতুন্নেছা ও তার ছেলে মেয়েকে তুলে নেওয়ার হুমকি দিয়ে ষ্টীলের আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ ১ লাখ টাকা, ১৪-১৫ ভরি স্বর্ণ ও মোবাইল নিয়ে যায়। পরে তাদেরকে একটি ঘরের ভিতর আটকে রেখে চলে যায় ডাকাত দল।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :