AB Bank
ঢাকা শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না মুদির হাতে: মাসুদ সাঈদী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পিরোজপুর
০৯:০৪ পিএম, ২৯ নভেম্বর, ২০২৪
ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না মুদির হাতে: মাসুদ সাঈদী

মন্তব্য করে পিরোজপুর-১ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন,

বাংলাদেশে আ‍‍`লীগের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবো না আমরা। মনে রাখবেন ষড়যন্ত্র কিন্তু আ‍‍`লীগের নাম ব্যবহার করে হয়। কিন্তু ষড়যন্ত্রের সুতার নাটাই  হাসিনার হাতে না, সুতার নাটাই কিন্তু মোদির হাতে আর হাসিনা তার পুতুল মাত্র। সুতারং ওই সুতার টানে নাচে যে হাসিনা ওই হাসিনার কথায় বাংলাদেশ চলবে না।

শুক্রবার (২৯ ন‌ভেম্বর ) দুপুরে পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং মাটিভাংগা ইউনিয়নের উদ্যোগে বরইবুনিয়া মাধ্যমিক বিদ‌্যালয় মা‌ঠে কর্মী সমা‌বে‌শে ইউনিয়ন জামায়া‌তের সভাপ‌তি মাওলানা এস এম আবু দাউদের সভাপ‌তি‌ত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম, মো. সাইফুল্লাহ ও মো.মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসা‌বে তি‌নি এসব কথা ব‌লেন।

এসময় তিনি  বলেন, আমরা বাংলাদেশকে একটি ইসলাম পরিপূরক কল্যাণমূখী রাষ্ট্র গড়তে চাই, এর জন্য কিছু সৎ ও যোগ্য নাগরিক দরকার। আপনি যদি সৎ হন, যোগ্যতা না থাকে, আবার যদি যোগ্যতা না থাকে সৎ হন তাহলে রাষ্ট্র চালাতে পারবেন না। কারন অসৎ হলে আপনি লুটপাট করে ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাবেন। আমরা দেখেছি এই হাসিনা সরকারের একজন মন্ত্রীর বিদেশে কিছু বাড়ি পাওয়া গেছে।  নাম তার সাইফুজ্জামান তিনি ভূমি মন্ত্রী ছিলেন, ইংল্যান্ডে তার বাড়ি পাওয়া গেছে ৬৪০টি। যে মন্ত্রীর ৬৪০ টি বাড়ি শুধু ইংল্যান্ডে সেই মন্ত্রীর গডফাদার খুনি হাসিনার বাড়ি কয়টা। এই খুনি হাসিনা কিছু দিন আগে দম্ভের সহিত বলেছিলো আমার বাড়ির কাজের লোক ৪ শত কোটি টাকা মালিক। হেলিকপ্টার ছাড়া নাকি তিনি  চলে না, তাহলে তারা বাংলাদেশটাকে কি ভাবে লুটেপুটে খেয়েছে দেশের মানুষ তার স্বাক্ষী। আমরা এর জন্য বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে  চাই সৎ ও যোগ্য কিছু মানুষের মাধ্যমে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জিয়ানগর উপজেলার সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, মাটিভংগা ইউনিয়নের (সি.এ) এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমূখ।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!