আগামী ২ ডিসেম্বর খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিএনপির খুলনা বিভাগীয় কর্মশালা। রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে করণীয় ঠিক করতে এই কর্মশালার আয়োজন। কর্মশালা সফল করতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, এবং পরিচালনা করেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভায় উপস্থিত ছিলেন স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, মিজানুর রহমান মিলটনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালার কার্যক্রম সফল করতে তিনটি উপ-কমিটি গঠন করা হয়েছে। আপ্যায়ন ও অভ্যর্থনা কমিটিতে আছেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, আজিজা খানম এলিজাসহ আরও কয়েকজন। ভেন্যু কমিটিতে রয়েছেন কাজী মাহমুদ আলী ও বদরুল আনাম খান। শৃঙ্খলা কমিটিতে আছেন শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু প্রমুখ।
কর্মশালায় খুলনা বিভাগের ৫৫০ জন সদস্য অংশ নেবেন বলে জানানো হয়েছে। বিএনপির এই উদ্যোগে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :