ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জিন্স প্লাস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীপুর এলাকায় এ বিক্ষোভ করে শ্রমিকরা। বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছেড়ে যায়। এতে সড়কটির উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, কারখানাটির কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের তিন বছরের ছুটির টাকা পাওনা রয়েছে।
শ্রমিকরা জানান, কারখানাটির মালিকপক্ষ শ্রমিকদের সম্পুর্ণ বাৎসরিক ছুটির টাকা পরিশোধের পরিবর্তে আংশিক প্রদান করে বাকি টাকা বকেয়া রাখা হয়। ৩ বছরের ছুটির টাকা জমা হলে এক বছরের টাকা পরিশোধ করে দুই বছরের টাকা বকেয়া রাখা হয়। গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটির টাকা পরিশোধের কথা বললেও পরে দেখা যায় শ্রমিকফা আংশিক টাকা পেয়েছেন। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে কর্মবিরতি পালন করে। পরবর্তীতে মালিকপক্ষ কোন ঘোষণা ছাড়াই আজ শনিবার কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।
সকালে কারখানাটির শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে ক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে কারখানা সংলগ্ন নবীনগর-চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে ছুটির টাকা পরিশোধসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করে।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু বলেন, মূলত কারখানাটির শ্রমিকদের মালিকপক্ষের কাছে শ্রমিকদের ছুটির টাকা পাওনা রয়েছে। এছাড়াও কারখানার কয়েকজন মিড লেভেল কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রমিকরা খারাপ আচরণের অভিযোগ তুলেছেন। এসব নিয়েই মূলত শ্রমিকরা আন্দোলন করছে।
যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পরিচালক তারেক ইসলাম বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা বিষয়টি দেখছেন। আমি সেখানে নেই কাজেই ঠিক কি সমস্যা হয়েছে সেটি আমার জানা নেই।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সমস্যা সমাধানে শ্রমিক ও মালিকপক্ষের সাথে আলোচনা চলছে, আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :