AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠে ক্রীড়া উৎসব


সাদুল্লাপুরে ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠে ক্রীড়া উৎসব

জমজমাট আয়োজনে প্রতিবছরের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুরে অবস্থিত ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। 

শনিবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন অবস্থিত বিদ্যাপীঠের মাঠে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়। এরআগে, বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার সকালে উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রীড়া উৎসব শুরু হয়।

উদ্বোধনী দিনে প্লে থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করে। এছাড়া প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।  দ্বিতীয় দিনে ক্লাস পার্টির মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সবশেষে বিজয়ী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিসহ শিক্ষকরা।

এরআগে, অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ নুরুন্নবী বাদশা, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, রকিবুল হাসান রনি, কামরুল ইসলাম, রকিবুল হাসান রনি, জয়নাল মিয়া প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!