AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইংরেজি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও ‍‍`ব্লুমিং ক্লাসরুম‍‍` উদ্বোধন


শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও ‍‍`ব্লুমিং ক্লাসরুম‍‍` উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‍‍`ব্লুমিং ক্লাসরুম‍‍` এর উদ্বোধন ও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামরগর এলাকায় অবস্থিত রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত

শিক্ষক প্রশিক্ষণ ও ব্লুমিং ক্লাসরুম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম। শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে

বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর এস এম ফয়সাল হোসেন। স্বাগত বক্তব্য দেন বইয়ের লেখক ও সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব জীবন, বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল কবির প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা এর আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশিক্ষার্থী হিসেবে অংশ নেন। 

বইয়ের লেখক আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা বলেন, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি পরিদর্শন করে দেখতে পেয়েছি, শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে ভালো করে পড়তে পারছে না, লিখতে পারছে না।

শিক্ষার্থীদের কথা চিন্তা করে দীর্ঘ ছয় মাস পরিশ্রম করে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিষয়ক ব্লুমিং ক্লাশরুম ফর ইংলিশ রিডিং এন্ড রাইটিং (Blooming Classroom for English Reading & Writin) বইটি লেখেছি। এই বইয়ে আমি ইংরেজি রিডিং পড়ার ও লেখার সহজ কৌশল তুলে ধরেছি। প্রাথমিক শিক্ষার শিক্ষার্থীরা এই বইটি ৩ মাস মনোযোগ দিয়ে পড়লে সহজেই ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করতে পারবে।

প্রসঙ্গত, এ বইটির লেখক আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা২০২৩ সালের অক্টবর মাসে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে ‍‍`বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার‍‍` মনোনীত হয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!