AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় "রাইটস অব দলিত‍‍`স প্রোজেক্ট" শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,খুলনা
০৮:২৪ পিএম, ১ ডিসেম্বর, ২০২৪
খুলনায়

খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে "রাইটস অব দলিত‍‍`স প্রোজেক্ট" শীর্ষক একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে এবং দলিতের সহযোগিতায় আয়োজিত এই শুনানিতে দলিত সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা এবং মাদক নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, "আপনারা একটি সংগঠিত সম্প্রদায় হিসেবে মাদকমুক্ত সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।"

অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে মাদক সমস্যা এবং এর প্রতিকার নিয়ে নানা দিক। বক্তাদের মধ্যে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং মাদক মামলায় বিনামূল্যে আইনি সহায়তার কথা উল্লেখ করা হয়, মাদক সংক্রান্ত তথ্য প্রদানকারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়, রেড জোন চিহ্নিত করে মাদক সমস্যা সমাধানে সচেতনতার প্রয়োজনীয়তার কথা বলা হয়, ঋষি সম্প্রদায়ের মধ্যে মাদক সমস্যার প্রকোপ এবং এর সমাধান নিয়ে মতবিনিময় করা হয়, মাদকাসক্ত ব্যক্তির কারণে পরিবারে সৃষ্ট ক্ষতি এবং তা নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়, বৈধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনার কৌশল এবং তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়।

গণশুনানিতে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে উপহার হিসেবে স্কেল ও কলম প্রদান করে মাদকদ্রব্য নিরাময় অধিদপ্তর, খুলনা।

সমাপনী বক্তব্যে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান মাদক প্রতিরোধে যুব সমাজের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইফতেখার উমায়ের, দলিতের নির্বাহী প্রধান উত্তম কুমার দাস এবং বিভিন্ন সমাজকর্মী। গণশুনানির পুরো কার্যক্রমটি পরিচালনা করেন পুষ্পা মালা বিশ্বাস।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!