মাগুরা সদর উপজেলার বরুনাতুল গ্রামের নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
নিহতের ১২০ দিন পর সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় তাঁর মরদেহ বরুনাতৈল গোরস্থান থেকে উত্তোলন করা হয়। এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী এহসানুল হক উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট শহরের ঢাকা রোড পারনান্দুয়ালী ব্রিজের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তাঁর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবার গ্রামের বাড়ির বরুনাতৈল কবরস্থানে দাফন করেন।
গত ১৪ আগস্ট নিহত ছাত্রদল নেতার বড় ভাই ইউনুস আলী ১৩ জনের বিরুদ্ধে মাগুরা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক কাজী এহসানুল হক জানান, মামলার তদন্ত স্বার্থে আদালতের নির্দেশক্রমে আজ দুপুরে তাঁর মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত শেষে তাঁকে আবার দাফন করা হবে।
এদিকে এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :