AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালন


পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালন

৩রা ডিসেম্বর। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। অবশেষে ৩ ডিসেম্বর ভোররাতে শত্রুমুক্ত হয় পীরগঞ্জ। চৌরাস্তায় উড়ানো হয় বিজয় পতাকা উড়িয়ে। দিবসটি পালনে সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। 

পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এতে বক্তব্য দেন, সাবেক এমপি জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রমূখ। 

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমএই ইসফাকুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোর্তুজা আলম, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভাঃ বিষ্ণুপদ রায়, পৌর যুবদলের সভাপতি আতিকুজ্জামান, সাধারণ সম্পাদক হায়দার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সালেহ সিহাব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহেল এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, ফজলুল ফকির, বুলবুল আহাম্মেদ, হাফিজুল ইসলাম, এ.এইচ.লিটন, জাকির হোসেন, সাইদুর রহমান মানিক, নুরনবী রানা, মুনসুর আহম্মেদ, সাজেদুর রহমান সাজু, পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন সরকার, সাংগঠনিক সম্পাদক ফাইদুল ইসলাম, ছাত্রদল নেতা সূর্য্য এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!