শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আলোচিত সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলায় ২ ডিসেম্বর সোমবার সদর থানার পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ ময়না মিয়া (৩৫), মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ বাসেদ মিয়া (২২), মৃত কালু খাঁন এর ছেলে মোঃ আলম খাঁন (৫৫), জয়নাল আবেদীনের স্ত্রী মোছাঃ কমলা আক্তার (৩৫), পার্শ্ববর্তী পূর্বপাড়া গ্রামের মোঃ আনছার আলীর স্ত্রী মোছাঃ হালিমা খাতুন (৫৫), একই গ্রামের মৃত আনছার আলীর ছেলে মোঃ আজিম আলী (৩৬) ও নয়াপাড়া গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে মোঃ শামীম আহম্মেদ (২৮)।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের কৃষক আবুল হাশেমের ছেলে সেনা সদস্য ওয়াসিম আকরাম বাংলাদেশ সেনাবাহিনীর ৫ বীর ইউনিটে সিলেট জেলায় কর্মরত থাকাবস্থায় কয়েক দিনের জন্য ছুটিতে শেরপুরে তার গ্রামের বাড়িতে আসেন। এদিকে ছুটি থাকাবস্থায় সোমবার সকালে তাদের খেতে ধান কেটে বাড়িতে ফেরার সময় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে জেঠা আঃ সালামের ছেলে জেঠাত ভাই মাদকসেবী রঞ্জু ধারালো দা দিয়ে সেনা সদস্য ওয়াসিম আকরামকে গলায় কুপিয়ে হত্যা করে।
এঘটনায় সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যার অভিযোগে পুলিশ সোমবার দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ ৭ জনকে গ্রেফতার করে।
এদিকে মামলার তদন্তকারী অফিসার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে ৭ জনকে সোপর্দ করে এবং তাদের মধ্যে মোঃ ময়না মিয়া ও মোঃ বাসেদ মিয়াকে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ৭ দিনের রিমান্ড চেয়েছেন বলে তিনি সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :