AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিমান্তে লাশ নির্ধারণ করবে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে: সারজিস আলম


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বগুড়া
০৯:০১ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৪
সিমান্তে লাশ নির্ধারণ করবে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে: সারজিস আলম

বাংলাদেশ নাগরিকের লাশ যদি ঐ সিমান্তে পড়ে থাকে তবে সেই লাশ নির্ধারণ করবে ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে- সারজিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলনের দুঃসাহসী নেতা সারজিস আলম ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেই বিষয় কড়া এক বক্তব্য দেন।

তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের জায়গা নির্ধারণ করবে জনগণ। গোটা বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার কোনো দাস্বত্বের নয়। বাংলাদেশের জনগণ আর অন্য রাষ্ট্রের দাসত্ব মেনে নিবে না। তা ভারতের মত রাষ্ট্র হোক না কেনো। আধিপত্য দেখানোর যারাই চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে তা গোটা বাংলাদেশ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে।

শুক্রবার বগুড়ার এক সংবাদ সম্মেলনে ঠিক এই এমনটাই বলেন বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলনের দুঃসাহসী নেতা সারজিস আলম।

তিনি আরও বলেন, আমি স্পষ্ট বলে দিতে চাই, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশি দেশের মত হবে নাকি অন্য কোনো দিকে যাবে তা ভারত নির্ধারণ করবে তার কাজের মাধ্যমে। ভারত যদি মনে করে বিগত ১৬ বছরে তারা আওয়া মীলীগকে দল হিসেবে প্রটেক্ট করে বাংলাদেশ রাষ্ট্রকে যেভাবে শুষে খেয়েছে সেভাবে শুষে খেতে পারবে তবে সেটা তাদের ভুল ধারণা। কোনো বাংলাদেশ নাগরিকের লাশ যদি ঐ সিমান্তে পড়ে থাকে তবে সেই লাশ নির্ধারণ করবে ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে।

তিনি পশ্চিমবঙ্গের কিছু মিডিয়াকে ভারসাম্যহীন, মেরুদন্ডহীন বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, আমরা যদি এসব মিডিয়াকে মিডিয়া বলে সম্বোধন করি তবে মিডিয়ার আর মান সম্মান থাকবে না। তারা প্রকৃত সাংবাদিক নয়। তারা বলেছে আমদের হিন্দু ভাই বোনদের সাখা সিঁদুর পড়ে হাটার পরিস্থিতি নেই। কিন্তু যদি আপনি তাদের জিজ্ঞাসা করেন তবে তারা এই নিকৃষ্ট মিডিয়াকে ধিক্কার জাননো ছাড়া অন্য কিছু বলবে না। তাদের মত প্রোপাগান্ডা তৈরি করা মানুষ, রাষ্ট্র এবং মিডিয়াকে পাত্তা দেওয়ার সময় আমাদের নেই। আমরা প্রয়োজনে প্রাণ দিয়ে হলেও আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবো। আমরা প্রস্তুত আছি। যে ভারত আমাদেরকে সাম্প্রদায়িক শিক্ষা দিতে আসে তারাই মূলত তাদের দেশে অন্যান্য ধর্মের মানুষদের অত্যাচার করে থাকে। এমন হাজারও প্রমাণ আছে। তারা মসজিদ, মাদ্রাসা ভেঙ্গে আমাদের অধিকার রক্ষা করছে! এর থেকে হাস্যকর আর কি বা হতে পারে! ভারতই মূলত উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা মূল হোতা।    
 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!