AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইইডি‍‍`র নতুন সভাপতি আবু ছায়িদ, সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫১ পিএম, ৭ ডিসেম্বর, ২০২৪
ইইডি‍‍`র নতুন সভাপতি আবু ছায়িদ, সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অধিবেশনে ২০২৪-২০২৭ মেয়াদের জন্য তিন বছরের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে ইইডি‍‍`র নিজস্ব ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে মো. আবু ছায়িদ চৌধুরী সভাপতি, ইফতেখার উদ্দিন আহাম্মদ (মামুন) কার্যনির্বাহী সভাপতি এবং মো. আজিজ উদ্দিন মিয়াজী (মাসুদ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ গঠনতন্ত্রের আলোকে গঠিত হয়েছে।

ইইডি‍‍`র ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম লোকমান হোসেন দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানটির প্রধান অতিথি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী সরকারের আইন-কানুন ও চাকরি বিধান অনুসরণ করে সততা ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে ইইডিকে একটি মর্যাদাপূর্ণ অধিদপ্তর হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভায় বক্তারা ইইডি‍‍`র কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন। মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে নতুন কমিটির ভূমিকা নিয়ে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

অধিবেশনে ইইডির কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এটি একটি সুশৃঙ্খল ও সফল কার্যক্রমে পরিণত হয়। 

প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইইডিকে আরও শক্তিশালী ও কার্যকর একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।" এই নতুন কমিটি ইইডির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সবাই।

এ সময় সারা বাংলাদেশ থেকে আগত প্রকৌশলীরা উপস্থিত থেকে নিজেদের দাবি তুলে ধরেন।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ

Shwapno
Link copied!