AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না : মঈন খান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৬:৩১ পিএম, ৮ ডিসেম্বর, ২০২৪
জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্য পুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্টে দিয়েছে।

পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙ্গার যে তাৎপর্য রয়েছে নরসিংদীর ছাত্র-শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙ্গে সেটার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতন কারাগারে ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।

তিনি আজ রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়াম আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

কলেজের অধ্যক্ষ মোঃ আমির হোসাইন গাজীর সভাপতিত্বে জাকযমক অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, কলেজের প্রভাসক শহিদুল হক সুমন।

এ সময় কলেজের শিক্ষার্থী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!