AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:৩১ পিএম, ৯ ডিসেম্বর, ২০২৪
বাউফলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘‍‍`দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা‍‍`’। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী জেলা কার্যালয়ের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দুদকের পতাকা উত্তলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়। 

এ সময় জাতীয় সংঙ্গীত পরিবেশন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীক কুমার কুন্ডু। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জান, অফিসার ইন চার্জ (ওসি) মো. কামাল হোসেন, উপজেলা বিএনপি সদস্য সচিব ফিরোজুর রহমান, শিক্ষার্থী তুবা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এইচ এম শহীদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল তালুকদার  প্রমুখ।

বক্তারা দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় অনুশাসন এবং পরিবার থেকে শুরু করে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং একে অপরকে নিয়ে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/আ.য

Link copied!