কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী লাঠিয়ালডাঙ্গা গ্রাম থেকে ভারতীয় ১৮ বোতল অফিসার্স চয়েস মদ উদ্ধার করেছে বিজিবি।
রাজীবপুর উপজেলার বালিয়ামারী বিওপি সদস্যরা বুধবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করে। এ বিষয়ে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী রাজীবপুর বিওপিতে কর্মরত নায়েক মোঃ ইকবাল হোসেন জানান,বুধবার দিবাগত রাতে নিয়মিত টহলের সময় পাশ্ববর্তী লাঠিয়ালডাঙ্গা গ্রামের সীমান্তবর্তী এলাকায় পৌঁছলে এক ব্যক্তি তার সাথে থাকা ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৮ বোতল মদ উদ্ধার করা হয়।ঘন কুয়াশা থাকায় দ্রুত দৃষ্টি সীমার বাহিরে চলে যায় সেই মাদক পাচারকারী।
উদ্ধারকৃত মদের বিষয়টি নিয়ে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :