ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় পাইপগান সহ মারুফ ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে র্যাব-৯ ও সেনাবাহিনী যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃ মারুফ জেলা পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত হারুনূর রশিদের ছেলে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা কারাগারের দক্ষিন পাশে র্যাব-৯ ও সেনাবাহিনী যৌথ অভিযানে দেশীয় ১টি পাইপগানসহ হাতে নাতে মারুফকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :