সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ১১ ডিসেম্বর সন্ধ্যার দিকে হামিদপুর চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সজীব রহমান এর দিকনির্দেশনায়, এ অভিযান পরিচালনা করা হয়।
এতে এসআই মোঃ আসাদুল ইসলাম, এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ মহিনুর, এএসআই স্বপন সরকার, এএসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ অভিযান টিম, সারাসি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে থানা হাজতে আটক করেন।
অতঃপর মধ্যনগর থানার এফআইআর নং-৬, জি আর নং-৬৮, এর তদন্ত পূর্বক মামলাটি রুজু করা হয়েছে। এমতাবস্থায় দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত আলী আকবর এর ছেলে আজিম উদ্দিন(৫১) কে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :