পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীর হোসেনকে তার নীজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।
জানা গেছে , সকাল সাড়ে ৯টার দিকে দাসপাড়া ইউনিয়নের ৪০/৪৫ জন লোক দাসপাড়া ল্যাংড়া মুন্সীর পুল সংলগ্ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন। এসময় জাহাঙ্গীর হোসেন তার নীজ বাড়িতে অবস্থান করছিলেন।
এসময় তিনি বাউফল থানার পুলিশকে ফোন দিয়ে সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকালীদের গ্রেফতার না করে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমানের দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে গ্রেফতার দেখিয়ে তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :