AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাড়ে ৬ ঘণ্টা পর চালু পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
১২:১৭ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৪
সাড়ে ৬ ঘণ্টা পর চালু পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ব‌ন্ধ থাকার পর মানিকগঞ্জে শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হ‌য়ে‌ছে। কুয়াশা কে‌টে গে‌লে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ফে‌রি চলাচল শুরু হয়।

সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল মাঝ রাতের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। পরে রাত আড়াইটার দিকে ফেরির মার্কিন বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ রাখা হয়। সকালের দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ৮টা ৫০ মিনিটের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

উভয়ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

এদিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!