তিন মাসের দীর্ঘ অপেক্ষার পর খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং আবু হোসেন বাবুকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া, অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে জেলা বিএনপির কার্যক্রমে নতুন গতি আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
এর আগে, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এর ফলে প্রায় তিন মাস জেলা পর্যায়ের কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়ে।
প্রসঙ্গত, এর আগেও ২০২১ সালের ৯ ডিসেম্বর মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। পরে ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়, যেখানে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৪৮ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
খুলনা জেলা বিএনপির নতুন এই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে দলের ভেতরে নতুন উদ্যোম এবং ঐক্যের বার্তা ছড়ানোর আশা করা হচ্ছে। দলের শীর্ষ নেতারা মনে করছেন, এই পদক্ষেপ জেলা বিএনপিকে পুনর্গঠনে এবং দলীয় কার্যক্রমে শক্তিশালী ভূমিকা রাখতে সহায়ক হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :