মৌলভীবাজারের জুড়ীতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আল ইহসান ফাউন্ডেশন। দুই শতাধিক সুবিধাবঞ্চিত অসচ্ছল নারী-পুরুষ কে কম্বল উপহার দেওয়া হয়। শনিবার (১৪ ডিসেম্বর) জুড়ী উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ তাজুল ইসলাম (তারা মিয়া)।
আল ইহসান ফাউন্ডেশনের সভাপতি মুজিবুর রহমান আজিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী লুৎফুর রহমান সিরাজী, উপজেলা চত্বর জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল ওয়াহিদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুস শহীদ, হাফিজ নূর উদ্দিন, প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মো: নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভূকশিমইল কলেজের শিক্ষক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মনসুরুর রশীদ পলাশ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, কোয়াব জুড়ী উপজেলা সভাপতি আব্দুল আউয়াল, আল ইহসান ফাউন্ডেশনের কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার জাকির হোসাইন শান্ত, হাবীবুর রহমান হাবীব, মো: ইকবাল হোসাইন, রফিকুল ইসলাম, মো: জহিরুল ইসলাম, সাইদুল আমীন, শহীদুল্লাহ্ কাউছার, হাবীবুর রহমান মুরাদ, আসকর আলী প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :