AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ


Ekushey Sangbad
জেলা মোংলা প্রতিনিধি
০৪:২০ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
মোংলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

মোংলায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে মোংলাবাসী।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা প্রশাসক আফিয়া শারমিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর পৌরসভা কর্তৃপক্ষ, বীর মুক্তিযোদ্ধাগণ, মোংলা থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও মোংলা পোর্ট পৌর প্রশাসক আফিয়া শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, মোংলা থানা তদন্ত ওসি প্রভাস, মোংলা পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক ও কালেক্টর অব ট্যাক্সেস মো. মোহসীন হোসেন, পৌর স্বাস্থ্য সহকারী মো. মাসুদ আলম ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে। বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। এই দিনকে ‍‍`শহীদ বুদ্ধিজীবী দিবস‍‍` ঘোষণা করেন।

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!