AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবস উপলক্ষে পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি


বিজয় দিবস উপলক্ষে পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী সোমবার (১৬ ডিসেম্বর) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে প্রতিযোগিতা মূলক প্রীতি ম্যাচ এবং  প্রমাণ্যচিত্র্য প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো দিনব্যাপী চলবে এ আয়োজন।

সকাল ১০ টায় ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হবে।

ছাত্রীদের ২০০ মিটার দৌড়, ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার সেটিং, ছাত্রীদের বল নিক্ষেপ, শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ ( ভিসি বনাম প্রো-ভিসি টিম) ও কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং কর্মচারীদের ১০০ মি. দৌড়  প্রতিযোগিতার মাধ্যমে দুপুরে এই আয়োজন শেষ হবে।

আয়োজনের অংশ হিসাবে আরোও রয়েছে বিকাল ৬:৩০ টায় টিএসসি কনফারেন্স রুমে বিজয় দিবস ও জুলাই বিপ্লবের স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। "মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস বিষয়ে শিক্ষকগণ স্ব স্ব বক্তব্য রাখবেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও হামদ-নাত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন- " আমারা এবারের বিজয় দিবস একটু ভিন্ন রূপে উৎযাপন করতে যাচ্ছি। যেখানে থাকবে জুলাই বিপ্লব-২৪ এর চেতনার প্রতিফলন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সংহতি দিবস এবং জুলাই-আগস্ট বিপ্লবের চেতনার সঠিক ইতিহাস তুলে আনতে এ আয়োজন।

একুশে সংবাদ/ এস কে

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!