AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে যুবলীগ সভাপতি গ্রেফতার


Ekushey Sangbad
জুড়ী উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজার
০২:৪৩ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৪
জুড়ীতে যুবলীগ সভাপতি গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আছলম উদ্দিন কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মুরশেদুল আলম ভূঁইয়া।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জুড়ী থানার ওসি তদন্ত মোঃ জহিরুল হক এর নেতৃত্বে ও মামলার তদন্তকারী কর্মকর্তা হিরক সিংহ সহ পুলিশের একটি টিম যুবলীগ নেতা আছলম উদ্দিনের বড়ধামাই গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে যুবলীগ নেতা আছলম উদ্দিনকে জুড়ী থানার পুলিশের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 

পরে এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে পূর্ব জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আছলম উদ্দিন কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, যুবলীগ নেতা আছলম উদ্দিনকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় এবং মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!