নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীসহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা বিএনপি এবং জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন সকাল ১০ টার দিকে উপজেলা চত্বরে আয়োজিত বিজয় মেলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা দিপঙ্কর পাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল এবং উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ প্রমূখ।
এসময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন,মান্দা উপজেলা বিএনপির আহবায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু এবং ৭নং প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলসহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎসজীবিদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর আমিনুল ইসলাম ও সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, পরানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুলসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :