সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে অভিনব কায়দায় জুতার ভেতর মাদক পরিবহনকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে এক প্রেস বিফিং এ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল সোমবার গভীর রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে র্যাব-১২ এর অভিযানে মো. মোরছালিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মুরসালিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাজিতপুর এলাকার ফরজেন আলীর ছেলে। এসময় তার চামড়ার জুতার ভেতর লুকানো ছিল ৩৩৪ গ্রাম হেরোইন।
এছাড়া উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন ও নগদ ৩৮০ টাকা। জিজ্ঞাসাবাদে মোরছালিন জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় লুকানো মাদকসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :