ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে নান্দাইল প্রেসক্লাব,সাংবাদিক সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়জুর রহমান, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এবি সিদ্দিক খসরু,মাওলানা হাবিবুর রহমান, আতাউর রহমান বাচ্চু, বইপড়া আন্দোলন নান্দাইলের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম,সাংবাদিক রমজান আলী,ফরিদ মিয়া,আজিজুল হক, এহতেশামউল হক শাহিন,খন্দকার সুফি আব্দুল্লাহ ও ডা: মনজুরুল হক,আমিনুল ইসলাম কায়েস প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার প্রেসক্লাবে পৌছিলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাব মনোগ্রাম সম্ভলিত উত্তরিয় ও কোর্ট পিন পড়িয়ে বরণ করেন।
অরুন কৃষ্ণ পাল বলেন, নান্দাইল প্রেসক্লাব ৪১ বছরের একটি পুরানো ঐহিত্যবাহী সংগঠন। তিনি সাংবাদিকদের নান্দাইলে উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহবান জানান। পরে তিনি ক্লাবের পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন ও সম্মিলিক ফটো সেশনে যোগদান করেন।
উল্লেখ্য, তিনি নান্দাইল থেকে সরিষাবাড়ী উপজেলা নিবাহী অফিসার হিসাবে বদলী হয়েছেন। আজ ১৭ ডিসেম্বর নান্দাইলে ছিল তাঁর শেষ কর্মদিবস।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :