চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক খালে মধ্য মুখে ২০০৭ সালে চাষাবাদের সুবিধার জন্য তৈরি করা রাবার ড্যামের রাবার রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সরেজমিন গিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতের আঁধারে কে বা কারা এই অপরাধ সংঘটিত করে। এলাকাবাসীর অভিযোগ, এতে প্রায় ৪০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিলক ও পদুয়া ইউনিয়নের তৈলাভাঙা বিল, নারিশ্চা বিলসহ শত শত হেক্টর জমিতে বোরো ধান চাষ ব্যাহত হতে পারে। শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য জমিতে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় কৃষকরা চরম উদ্বেগ প্রকাশ করেছে।
আরো জানা যায়, কথিত আছে বাংলাদেশের সবচেয়ে দামি বালি `শিলক বালি` যাকে স্থানীয়রা বালিরখনি হিসেবে আখ্য দেন, উক্ত শিলক নদীর মধ্য মুখ এলাকায় ২০০৭ সালে রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়িত হয়। এক সময় শিলক ও পদুয়া ইউনিয়নে তৈলাভাঙা বিল, নারিশ্চা বিলসহ শতশত হেক্টর জমি শুষ্ক মৌসুমে অনাবাদি পড়ে থাকত। রাবার ড্যামের কারণে এসব অনাবাদি বিল এখন আবাদের আওতায় এসেছে। কিন্তু এবার রাবার ড্যামের রাবার কেটে দেয়ার ফলে কৃষকদের চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা জানিয়েছে।
স্থানীয় কৃষি উদ্যোক্তা লিয়াকত আলী তালুকদার বলেন, এই এলাকার প্রায় ৪০ হাজার কৃষকের জীবন-জীবিকা চলে চাষাবাদে, এই রাবার ড্যামটি তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।`
স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, রাবার ড্যাম ক্ষতি হওয়ার কারণে কৃষকদের চাষাবাদে অসুবিধা হবে। ইতোমধ্যে কৃষকরা উপজেলা প্রকৌশলী ও থানায় অভিযোগ দিয়েছেন।
স্থানীয় কৃষকদের পক্ষ হতে শাহজাহান সিকদারের করা লিখিত অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং ড্যামটি তাড়াতাড়ি মেরামতের চেষ্টা চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, কৃষকদের ক্ষতি নিরসনে তারা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :