তারাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় কম্বলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার, শফিকুল ইসলাম (২৩), মনির হোসেন (২২) ও পিকআপ ভ্যান চালক মোঃ আলী (২৪)।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়া সড়কের হরিয়াগাই বাজারের নেপালের মোড় এলাকা থেকে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কম্বলসহ তাদেরকে আটক করা হয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ টিপু সুলতান জানান, ধারণা করা হচ্ছে অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দিয়ে এসব ভারতীয় কম্বল পিকআপ ভ্যানে করে ঢাকার দিখে যাচ্ছিলো। যৌথবাহিনীর টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার তারাকান্দা সড়কের হরিয়াগাই বাজারের নেপাল মোড় এলাকা থেকে অবৈধ ভারতীয় কম্বলসহ ৩ জনকে আটক করে।
যৌথবাহিনীর উদ্ধারকৃত পরিবহনকারী পিকআপ ভ্যান, ৪ শত ৮০ পিস ভারতীয় কম্বল এবং ৩ জনকে তারাকান্দা থানায় সোপর্দ করেছে। তিনি আরো বলেন, এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :