ভোলার চরফ্যাশনে এক সন্তানের জননী গ্রহবধু মাকসুদা (২৩) এর রহস্য জনক মৃত্যু খবর পাওয়া গেছে। পরিবারের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে মাকসুদাকে গলাটিপে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার দিবাগত মধ্য রাতের পর হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের স্বামী ইউসুফ আলীর বসত ঘরে এই রহস্য জনক মৃত্যু ঘটনা ঘটেছে।শশীভুষন থানা পুলিশ বুধবার (১৮ ডিসেম্বর) লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছে।
পুলিশ, স্বজন ও প্রতিবেশীদের দেয়া তথ্য অনুযায়ীয় ৬ বছর আগে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মাওলানা আব্দুল মাজেদের মেয়ে মাকসুদার সাথে হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের দিন মজুর ইউসুফ আলীর সাথে বিয়ে হয়।
মাকসুদা ও ইউসুফ দম্পতির ঘরে মারজান নামের ৪ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
সাপ্তাহখানেক বাবার বাড়িতে বেড়ানোর পর মঙ্গলবার বিকালে স্বামী ইউসুফ আলীর ঘরে ফেরেন মাকসুদা। ঘরে ফেরার কয়েক ঘন্টা পর স্বামীর বসত ঘরের আড়ায় মাকসুদার লাশ দেখ যায়। মাকসুদার বাবা মাওলানা আব্দুল মাজেদ অভিযোগ করেন স্বামীর পরিবারে বিভিন্ন সময় তার মেয়েকে মারধর করা হয়েছিল। ঘটনার দিন পরিবারের সকলে মিলে গলাটিপি তার মেয়েকে হত্যার পর লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে স্বামী ইউসুফসহ বাড়ির সব লোক আত্মা গোপনে রয়েছে।
শশীভুষন থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানান, নিহতের বাবা মাওলানা আব্দুল মাজেদ বাদি হয়ে তার মেয়েকে হত্যার দাবী করে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :