দিনাজপুরের ঘোড়াঘাটে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ২২ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়ভাঙ্গি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছাগ্রাম এলাকার সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫)।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০ টা ২০ মিনিটে পুলিশ রাত্রিকালীন ডিউটি চলাকালে ঘোড়াঘাট-কামদিয়া রোডে জনৈক রনির সমিলের (করাত কল) সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে ঘোড়াঘাট থেকে কামদিয়া গামী একটি সিএনজিকে সিগনাল দিলে সিএনজিটি থামার পর ভিতরে একটি কাটুনসহ দুইজন ব্যক্তিকে দেখতে পেয়ে কাটুনটি তল্লাশি করে ২২ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (কমলা রং) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ টাকা। এ সময় পুলিশ সিএনজিতে থাকা ট্যাপেন্টাডল বাহক দু`জনকে আটক করে।
পরে তাদের স্বীকারক্তি অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন আয়ভাঙ্গি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু জাফর (৪২) কুমিল্লা হতে এজেআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব নেশা জাতীয় ট্যাবলেট এনে দিনাজপুরের ঘোড়াঘাট, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই এলাকায় জনৈক ফয়সাল নামের এক ব্যক্তিসহ বিভিন্ন জায়গায় এই ট্যাবলেটগুলো অধিক লাভের আশায় বহুদিন থেকে বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারী দুজনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :