AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০১:৪২ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

“অঞ্চল উপযোগী সম্প্রসারণযোগ্য জাত সমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল” শীর্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উপকেন্দ্রের আয়োজনে এবং বিনা‍‍`র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণ হলে এই কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুল ফারুক।

এ সময় অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ কেন্দ্রের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ কেন্দ্রের প্রশাসন ও সাপোর্ট সার্ভিস সেন্টারের পরিচালক মো. মঞ্জুরুল আলম মন্ডল, কৃষি প্রকৌশল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান এবং বিনা‍‍`র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

বক্তারা বলেন, বিনা ধান-২৫ এর জন্য উঁচু জমি নির্বাচন করলে তবেই বেশি ফলনের আশা করা যায়। আর মার্চ মাসের মাঝামাঝিতে বীজতলা করে এপ্রিলের ১৫ তারিখ থেকে ১০ মের মধ্যে ধান লাগালে ফলন ১০ থেকে ২০ ভাগ বেড়ে যাবে। আর মিল মালিকরা এগিয়ে এলে সঠিক দাম ও পারিশ্রমিক পেলে তবেই কৃষক লাভবান হবেন বলে প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল এবং জেলা কৃষি অফিসারসহ জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!