ময়মনসিংহের নান্দাইলে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার চরমহেষকুড়া আবাসনে প্রায় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে প্রত্যেক পরিবারকে শীতবস্ত্রের প্যাকেজ দেওয়া হয়েছে। প্রতি প্যাকেজে ১ টি কম্বল,১ টি শাল চাদর ও ১ টি শীতের টুপি রয়েছে।
মাওলানা কাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মাওলানা রোমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো.ওয়ালিউল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুপার মাওলানা আব্দুস সাত্তার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল প্রতিনিধি তারেক আজিজ,আস-সুন্নাহ ফাউন্ডেশনের নান্দাইল প্রতিনিধি তারেক জামিল,খারুয়া ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি খাদিমুল ইসলাম,প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম গাজী,আবাসন প্রকল্পের সভাপতি সাদেক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,আস-সুন্নাহ ফাউন্ডেশনের নান্দাইল প্রতিনিধি মাওলানা আবু ইউসুফ,মাওলানা আনিছুর রহমান,হাসান মাহমুদ বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি তারেক আজিজ বলেন,শীত নিবারণের জন্য প্রথম ধাপে ময়মনসিংহ জেলায় ৪৫০ টি পরিবারকে শীতবস্ত্রের প্যাকেজ দেওয়া হচ্ছে। প্রতি প্যাকেজে থাকছে ১ টি কম্বল,১ টি শাল ও ১ টি টুপি। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে।
প্রধান অতিথি মো.ওয়ালিউল্লাহ বলেন, তীব্র শীতের কারণে দরিদ্র ও অসহায় মানুষ অনেক কষ্ট ভোগ করেন।আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারবে। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে স্থানীয়দেরও সহযোগিতার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :