AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ী থেকে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যে‍‍`র লাঠি খেলা


ধনবাড়ী থেকে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যে‍‍`র লাঠি খেলা

টাংগাইলে ধনবাড়ী উপজেলা থেকে কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে লাঠি খেলা। এক সময় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিলো এই লাঠি খেলা। বর্তমানে লাঠি খেলার নতুন করে কোন দল তৈরি না হওয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।

ঢোল আর লাঠির তালে তালে নাচা - নাচি, অন্যদিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা সম্বলিত টান- টান উত্তেজনার একটি খেলার নাম লাঠি খেলা। এ খেলা একটি ঐতিহ্যগত মার্শাল আর্ট। এই খেলার জন্য লাঠি প্রায় পাঁচ হাত লম্বা। তবে প্রতিটি লাঠিই হয় প্রায় তৈলাক্ত। প্রত্যেক খেলোয়ার তাদের নিজ- নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করে। 

এই খেলায় শিশু থেকে শুরু করে যুবক ও বৃদ্ধ পুরুষেরাই লাঠি খেলায় অংশ নিয়ে থাকেন। লাঠিখেলার আসরে লাঠির পাশাপাশি যন্ত্র হিসেবে ঢোল, মন্দিরা ও বিভিন্ন প্রকার বাঁশি ব্যবহার হয়ে থাকে। এছাড়া সঙ্গীতের পাশাপাশি এ খেলার সাথে নৃত্য দেখানো হয়।ধনবাড়ী  উপজেলার ভিন্ন প্রোগ্রামে, এবং কি   বিভিন্ন খেলাধুলা ও অনুষ্টানে প্রায়ই লাঠি খেলা প্রদর্শনী দেখা যায় তবে এখন সেটা সিমিত হয়ে আচ্ছে। এসব এলাকায় লাঠি খেলার জন্য অনেক সংগঠন ছিলো। 

কোন অনুদান বা সরকারি পৃষ্ঠ পোষকতা না থাকায় তারা তাদের মতো পেশায় চলে গেছে যারা আছেন তারা বলছেন বাব দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য তারা এখন দরিদ্রতার সাথে লড়াই করে টিকে আছেন। 

ছএপুর,আমন গ্রাম সহ অন্যান্য গ্রামের  প্রবীণরা বলেন, এ খেলাটি দিন দিন বিলুপ্তি হওয়ার কারণে এর খেলোয়ার সংখ্যাও কমে যাচ্ছে। তৈরি হচ্ছে না কোন নতুন খেলোয়ার। আর পুরনো অভিজ্ঞ খেলোয়াড়রা অর্থাভাবে প্রসার ঘটাতে পারছেন না এ খেলায়। অনেকে বলেন, এসব লাঠি খেলার মাধ্যমে বিনোদন পেলে তরুণরা মাদক ছেড়ে এই বিনোদনে আগ্রহী হতো। এতে তারা শারীরিক এবং মানুষিক ভাবে স্বয়ংসম্পন্ন হবে।

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!