টঙ্গী ইজতেমার মাঠে সারা বাংলাদেশ থেকে আসা ঘুমন্ত ও নিরস্ত্র মুসল্লিদের ওপর সা’দপন্থীদের অতর্কিত হামলা ও ৪ জন সাথীকে হত্যার প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন তৌহিদী জনতা।
শুক্রবার (২০ডিসেম্বর) বাদ জুম্মা ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ডেমরা থানা শাখার ব্যানারে’ ষ্টাফকোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়।
এতে একযোগে অংশগ্রহন গ্রহন করেন ডেমরা থানাধীন সাধারণ মুসল্লি, ওলামা-মাশায়েখ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শুরায়ী নেযামের তাবলীগের সাথীবৃন্দরা। মুফতি আব্দুল মুকিতের সার্বিক তত্বাবধানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ডেমরা থানা শাখার সভাপতি মো. আনিসুর রহমান কাদেরী ও সাধারণ সম্পাদক মো. লোকমান আমিনের সঞ্চালনায় এসব কর্মসূচী পালন করা হয়। এদিকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে তৌহিদী জনতা সা’দপন্থীদের বিরুদ্ধে ৪ দাবি উল্লেখ করে ডেমরা থানায় একটি স্মারক লিপি প্রদান করেন। দাবিগুলো হচ্ছে- খুনি সা’দপন্থীতের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে, ডেমরা থানার সকল মসজিদে সা’দপন্থী সন্ত্রীদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, ডেমরার ষ্টাফকোয়ার্টারে অবস্থিত সরকারি লফিত বাওয়ানী জুট মিলের শবগুজারি মসজিদে তাদের সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে ও টঙ্গী ইজতেমার মাঠে নৃশংস হত্যাকান্ডে জড়িত ডেমরা থানার সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
স্বারক লিপি গ্রহন করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে উর্ধ্বতনদের অবহিত করে তাদের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সমাবেশে বিক্ষুব্ধরা বলেন, সা’দপন্থীরা মূলত সন্ত্রাসী ও খুনির দল। তারা কখনোই ইসলামের অনুসারী নয়। তারা ইজতেমার মাঠে যে তান্ডব চালিয়েছে এবং আমাদের ৪ জন সাথীকে হত্যা করেছে তা কখনোই মেনে নেবেনা তৌহিদী জনতা। আর ওই খুনিদের ফাঁসি কার্যকর করতেই হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :