AB Bank
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দেওয়া হবে ,জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল-আযাদ


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০৭:১১ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৪
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দেওয়া হবে ,জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল-আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দকে অন্যায় ভাবে শেখ হাসিনার তৈরি আন্তর্জাতিক ট্রাইবুনালে আঃ কাদের মোল্যাসহ যাদের কে ফাঁসিতে ঝুলানো হয়েছে ইনশাআল্লাহ এই খুনী হত্যাকারী শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে এনে ওই ট্রাইবুনালের ফাঁসিতে ঝুলানো হবে হুশিয়ারী দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। 

ফরিদপুরের সদরপুর উপজেলা হাসপাতাল মোড়ে গতকাল শুক্রবার সকাল ১০টায় আয়োজিত শহীদ আব্দুল কাদের মোল্লার “জীবন ও কর্ম” বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান মেহমান হিসাবে তিনি আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে মাঝে মধ্যেই বলছেন আমি সীমান্তের কাছে আসি যেকোনো সময়ে দেশে ঢুকে পড়ব। আসো দেশে, জনগন তোমাকে ঝপ করে ধরে আয়না ঘরে ঢুকাবে। এরপর আয়না ঘরের প্রতিটা হত্যা কান্ডের বিচার করা হবে। তিনি স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, দেশে আবার ফ্যাসিবাদ পুর্নবাসনের পায়তারা চলছে বিধায় দেশের জনগনকে সজাগ থাকতে হবে যাতে তারা আবার জাগতে না পারে। গত জুলাই আগষ্টের তারন্যের চেতনাকে বুকে ধারন করতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, বৈষম্য, চাদাবাজি, খুন, গুম, লুটপাট, দুর্নীতি  মুক্ত করে গড়ে ইনসাপের বাংলাদেশ গড়ে তোলা হবে । 

শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদ আয়োজিত সভার সভাপতিত্ব করেন কাদের মোল্যার পুত্র ও সদস্য সচিব হাসান মওদুদ। 

আয়োজিত সভায় কাদের মোল্যার জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ফরিদপুর অঞ্চল সহকারী মুহাম্মাদ দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী, সাবেক ফরিদপুর জেলা আমির ও অঞ্চল টিম সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব, ফরিদপুর জেলা আমির মুহাম্মাদ বদরুদ্দীন, সদরপুরের ভাষানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা মোঃ মাঈনদ্দিন আহম্মেদ, বাইশরশি শিব সুন্দরীর সাবেক প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দীন, সদরপুর জামায়াতে ইসলামীর আমির মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় ও বিভিন্ন উপজেলার জামায়াতের নেতৃবৃন্দরা।

 একুশে সংবাদ/ এস কে

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!