AB Bank
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোয়ালন্দ প্রিমিয়ার লিগের ফাইনালে দুরন্ত একাদশ চ্যাম্পিয়ন


গোয়ালন্দ প্রিমিয়ার লিগের ফাইনালে দুরন্ত একাদশ চ্যাম্পিয়ন

রাজবাড়ীর গোয়ালন্দে শর্টবার গোয়ালন্দ প্রিমিয়ার ক্রিকেট লিগ (জিপিএল) সিজন-৩ এর ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ, মৃধা ক্রিকেট স্পিড ফায়ারসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, গোয়ালন্দ প্রেস ক্লাবের আহ্বায়ক গণেশ পাল, সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দুরন্ত একাদশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে মৃধা ক্রিকেট স্পিড ফায়ারস নির্ধারিত ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। জবাবে দুরন্ত একাদশ ৩ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

খেলায় দুরন্ত একাদশের আকাশ অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নির্বাচিত হন। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কারও বিতরণ করা হয়।

গোয়ালন্দ আফরা ট্রেডার্সের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের আহ্বায়ক ও আফরা ট্রেডার্সের স্বত্বাধিকারী আসাদুল আলম সুজন বলেন, "খেলাধুলা পড়ালেখার একটি অংশ। এটি শরীর ও মন ভালো রাখতে সহায়তা করে। গোয়ালন্দের যুবসমাজকে মাঠমুখী করতে প্রতিবছর এ ধরনের আয়োজন করি। এবারের টুর্নামেন্টে ৩২টি প্রতিষ্ঠান স্পন্সর করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।"

গত ২৫ অক্টোবর বিকেলে টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়। ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মো. শফিক মণ্ডল। এই টুর্নামেন্ট গোয়ালন্দের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!