কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ’র সভাপতিত্বে যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চার্চ ও গীর্জা হতে আগত ধর্মযাজকবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভায় শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠ ও শাস্তিপূর্ণ ভাবে উদযাপন করা যায় সে ব্যাপারে ব্যাপক আলোচনা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সে ব্যাপারে প্রশাসনের কাছে সহযোগিতা চায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ইউএনও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :