ইসলামী জলসায় অতিথি করা নিয়ে গাইবান্ধার সাঘাটায় বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঘাটা বাজারের পল্টন মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জনান, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের সরদারপাড়া জামে মসজিদ ও এতিমখানার ইসলামী জলসায় প্রধান অতিথি করা হয় গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে। আগামী ২৯ ডিসেম্বর ওই সভার তারিখ ঘোষণা করে পোস্টার করা হয়। পোস্টারে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের নামও অতিথি হিসেবে রাখা হয়।
ওই জলসায় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের কয়েকজনের নাম না থাকায় ক্ষোভের প্রেক্ষিতে আগামী ২৬ ডিসেম্বর ওই এলাকায় আরও একটি ইসলামী জলসার আয়োজন করেন স্থানীয় জামায়াত সমর্থক আব্দুল আজিজসহ তার লোকজন। সেখানেও প্রধান অতিথি করা হয় গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে। এই ইসলামী জলসার জন্য করা পোস্টারে স্থানীয় বিএনপি নেতাদের নাম না থাকায় শুক্রবার (২০ ডিসেম্বর) বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয় দুদলের লোকজনের মাঝে।
এর জের ধরে শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঘাটা বাজারের পল্টন মোড়ে উভয়পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ । এতে বিএনপি ও জামায়াতের দুপক্ষের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, দুই পক্ষেই আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে টহল দিচ্ছে।
একুশে সংবাদ/স.ট/এনএস
আপনার মতামত লিখুন :