AB Bank
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৃত্যুর গুজবে  ভাঙ্গায় বিএনপি নেতার শশুর বাড়িতে ব্যাপক ভাঙচুর লুটতরাজ


মৃত্যুর গুজবে  ভাঙ্গায় বিএনপি নেতার শশুর বাড়িতে ব্যাপক ভাঙচুর লুটতরাজ

মৃত্যুর গুজবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সির শশুর বাড়ি ব্যাপক ভাংচুর ও লুটতরাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে। পৃথক দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে  নারী-পুরুষ সহ উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ও দোকান ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ও বিকেলে দীঘলকান্দা   ও চরকান্দা গ্রামে জমি সংক্রান্ত ও আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের নজর আলী মোল্লা ও তার আপন চাচাতো ভাই  কবির মোল্লার সাথে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এদের মধ্যে গুরুতর আহত বাবু শেখ, আবির শেখ, মহিতন বেগম, মতিয়ার মোল্লা, সাইফুল মোল্লা ও বিপ্লব মোল্লাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ সময় কবির মোল্লার একটি দোকান ও নজর আলীর ভ্যানের গ্যারেজ ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা। 

এদিকে আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামে শনিবার বিকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভুলুু মোল্লা ও রব মোল্লা দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।  উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র  ঢাল সরকি টেটা  পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মাঝে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয় দলের ১০ থেকে ১২ জন৷ লোক আহত হয়েছেন। গুরুতর আহত শামীম মোল্লা, শাহিন মোল্লা, বাচ্চু মোল্লা, শানু বেগম, মোহাম্মদ মোল্লা, আলী মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে শামীম মোল্লা, বাচ্চু মোল্লা ও রব মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সন্ধার পরে রব মোল্লা গ্রুপের শানু  বেগমের  মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সির শ্বশুর ভুলু  মোল্লার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । 

এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, দীঘলকান্দা গ্রামে সংঘর্ষের খবর শুনেছি তবে কোন পক্ষের এখন পযর্ন্ত অভিযোগ পাওয়া যায়নি। এবং চরকান্দা গ্রামে ভুলু মোল্লা  ও বাচ্চু মোল্লাদের মাঝে সংঘর্ষ ঘটে উভয় দলের পাঁচজন আহত হয়েছে এবং ভুলু মোল্লার বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!