AB Bank
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বানারীপাড়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত


বানারীপাড়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় ৫ম বারের মতো বিভিন্ন দেশের খ্যাতিমান আলিম কারীদের নিয়ে ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর রোজ শুক্রবার উপজেলা ইলুহার ইউনিয়নের মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এ এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মলুহার বাইতুম মনির জামে মসজিদ কমপ্লেক্স ও ক্বিরাত সম্মেলন এন্তেজামিয়া কমিটির সভাপতি মাস্টার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মলুয়ার বাইতুম মনির জামে মসজিদ কমপ্লেক্স ও যুব সমাজের উদ্যোগে হামিদা সাঈদ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ৪ টি দেশের খ্যাতিমান হাফেজদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বিকেল থেকে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন দূর দূরান্ত থেকে আগত আলেমগন। সন্ধ্যার পরে এ সম্মেলনে উপস্থিত থেকে মনমুগ্ধকর  কোরআন তেলাওয়াত করেন তানজানিয়া দেশের বিশ্ব খ্যাতিমান সম্পন্ন হাফেজ শায়ক কারী ঈদী সাবান, মিশর থেকে আগত শায়ক ক্বারী মোহাম্মদ ছানাদ আব্দুল হামিদ, শায়ক ক্বারী সালাহ মোহাম্মদ সোলায়মান, আফ্রিকা থেকে আগত শায়ক ক্বারী আহমদ হিজা, বাংলাদেশের শায়ক ক্বারী মনজুর বিন মোস্তফা, শায়ক ক্বারী আব্বাস উদ্দীন, শায়ক কারী আবুজর আল সিফারী। 

বিশ্ব বরেণ্য, দেশ বরেণ্য হাফেজ আলিমগণ কোরআন তেলাওয়াত করে মলুহারের মাটিকে প্রসিদ্ধ করে গেছেন।  বাংলাদেশ, মিশর, আফ্রিকা, তানজানিয়া এই ৪ টি দেশের হাফেজ ক্বারীগন উপস্থিত থেকে মনমুগ্ধকর  কোরআন তেলাওয়াত করে উপস্থিত মুসল্লিদের মন জয় করে নিয়েছেন। 

মলুহার ওয়াজেদিয়া বিদ্যালয়ের মাঠ মুসল্লিদের উপস্থিতিতে ছিল কানায় কানায় পরিপূর্ণ। কোরআনের পাখিদের কোরআন তেলাওয়াত শুনতে নদীপথে ও অনেক মুসল্লির উপস্থিত হয়েছেন।  এসময় এলাকাসহ দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার  মুসল্লিরা মনমুগ্ধকর ক্বিরাত উপভোগ করেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!