নওগাঁর মান্দায় বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে তাঁকে গার্ড অব অনার প্রদান ও বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শনিবার বিকেল ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। তিনি উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত মিরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ওসি-তদন্ত আব্দুল গণি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী, বীর মুক্তযোদ্ধা মোজাম্মেল হক, আলীম উদ্দিন মোল্লা, এস এম মনসুর আলী, আব্দুস সামাদ, আব্দুল লতিফ, আজিজার রহমান, ইমান লালী, বিশ্বনাথ মন্ডল এবং কালীপদ সরদার প্রমূখ।
শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দীনের বিদেহী আত্মার মাহফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :