AB Bank
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ায় রিকশাশ্রমিকদের বিক্ষোভ সমাবেশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০৪:৪১ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় রিকশাশ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

সাত দফা দাবি আদায়ের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের লোকনাথ ট্যাংকের পাড় থেকে রিকশাশ্রমিকেরা মাথায় লাল কাপড় বেঁধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট তারেকুল রউফ, রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিক মিয়া, সাধারণ সম্পাদক শাহেদ মিয়া ও অর্থ সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তৃতা রাখেন।

এ সময় রিকশাচালক শ্রমিকেরা অভিযোগ করে বলেন, ‘বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় শ্রমিকলীগ নামধারী চাঁদা বাজেরা প্রতিটি রিকশার লাইসেন্সের নামে লাখ লাখ টাকা বাণিজ্য করেছে। তাদের লুটপাট- চাঁদাবাজির কারণে রিকশাচালকদের নাভিশ্বাস উঠেছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে প্রতিকার দাবি করে স্মারকলিপি দেয়ার কথাও জানান রিকশাশ্রমিকেরা। সভায় ৭দফা দাবি তুলে ধরে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান।

দাবিগুলো হলো, মালিক সিন্ডিকেটের লাইসেন্সগুলি বাতিল করতে হবে। যাদের নামে ৩০ বা ৫০ কিংবা ১০০ লাইসেন্স আছে তাদের লাইসেন্স বাতিল করতে হবে। প্রকৃত রিকশা চালকদের একটি করে রিকশার লাইসেন্স দিতে হবে। রিকশা মালিকের প্রতিটি রিকশা ভাড়া ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করতে হবে। রিকশা শ্রমিক ইউনিয়নের রিকশাস্ট্যান্ডগুলো আওয়ামী শ্রমিকলীগের দখলে আছে। সেগুলি খালি করে আমাদের রিকশাস্ট্যান্ড আমাদের শ্রমিক ইউনিয়নের রিকশা এবং অন্য রিকশা যাতে থাকতে পারে, সে ব্যবস্থা করতে হবে। ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকসহ সব শ্রমজীবী মানুষের জন্য রেশনিয় ব্যবস্থা চালু করতে হবে।

শ্রমিক ইউনিয়নের রেজি নং- চট্ট-২৫৩০ আওতাভুক্ত শ্রমিকদের রিকশার লাইসেন্স না থাকার কারণে তাদের গাড়িগুলো ট্রাফিক পুলিশ জরিমানা হাত থেকে রক্ষাসহ সেই রিকশাগুলি চলার অনুমতি দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে।

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকদের সহজ শর্তে ব্যাংক ঋণ দিতে হবে। দাবিগুলো না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন রিকশা শ্রমিকেরা।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!