AB Bank
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ


শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০২৫ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহিন আহমেদ।

প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের কনস্টেবল হুমায়ুন রশিদ রাজু। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, কাওছার আহমদে সম্রাট, সাইফুল ইসলাম চৌধুরী, মাখন সবর, জয়া রবি দাস, তাসলিমা জান্নাত চৈতি প্রমুখ। 

অনুষ্ঠানে অনুষ্ঠানিকভাবে ২০২৫ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয় এবং প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তৃতীয় সেমিস্টার/বার্ষিক পরীক্ষার ফলাফল কার্ড তুলে দেওয়া হয়। 

ফলাফল প্রকাশ ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর  থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি পিইসি, জেএসসি, এসএসসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তি পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পড়ালেখার মানদন্ডে পাঠদানে সেরা স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!